190

08/14/2025 জনপ্রিয় আফগান মডেলকে আটক করল তালেবান

জনপ্রিয় আফগান মডেলকে আটক করল তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক

৯ জুন ২০২২ ১৫:৩৬

আফগানিস্তানের জনপ্রিয় মডেল আজমল হাবিবি এবং তার সঙ্গীকে আটক করেছে তালেবান। বার্তা সংস্থা এপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্যাশন শো, ইউটিউব ক্লিপ আর মডেলিং ইভেন্টের কারণে তিনি আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। 

তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স মঙ্গলবার টুইটারে তাদের হাতকড়া পরা ভিডিও পোস্ট করেছেন।

আজমল ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল। তারা অবশ্য পরে এর জন্য বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছিলেন। তবে তারপরও মঙ্গলবার তাদের আটক করে তালেবান।  আজমল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com