484

08/16/2025 নবাবী সাজে চমকে দিলেন সাকিব

নবাবী সাজে চমকে দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২২ ০৩:০৬

খেলার ব্যস্ততা নেই আপাতত। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও খেলছেন না সাকিব আল হাসান। তাই বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

ছুটির আমেজে থাকা সাকিব হঠাৎ করেই চমকে দিয়েছেন তাঁর ভক্তদের। একেবারে নবাবের সাজে এসে ভক্তদের অবাক করে দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

গতকাল মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে দুটি ছবি পোস্ট করেছেন সাকিব। ছবি দুটিতে সাকিব হাজির হলেন নবাবের পোশাক পরে। অনেকটা প্রাচীনকালের মতো সাজ, হাতে ছিল তলোয়ার।

আজ বুধবার দুপুরেও ওই পোশাকের আরেকটি ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ছবিগুলোতে চেক ইন দিয়েছেন দুবাই প্রোডাকশন সিটি, টিকম গ্রুপ।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com