08/16/2025 ৮০ রানেই অলআউট ভারত
ক্রীড়া প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৩ ২৩:২৪
ঘরের মাঠেই নাজেহাল অবস্থা ভারতীয় নারী ক্রিকেট দলের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে যায় স্বাগতিকরা।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে হারমানপ্রিত কাউরের নেতৃত্বাধীন দলটি টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায়।
ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৬.২ ওভারে মাত্র ৮০ রানেই অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জেমিমা রদ্রিগেজ। ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৯৭ রানের পাহাড় গড়ে ৩৮ রানের দাপুটে জয় পায় ইংল্যান্ড।
আজ শনিবার সিরিজ জয় নিশ্চিত করতে নেমে ভারতকে ৮০ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড নারী ক্রিকেট দল।