ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষেও জয়ের ধারায় থাকতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩১

আফগানিস্তানের বিপক্ষেও জয়ের ধারায় থাকতে চায় পাকিস্তান

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টিকে থাকার লড়াইয়ে আজ ফাইনালে চোখ রাখা পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে দুই দলের মধ্যে সুপার ফোরের এ ম্যাচে প্রতিভাবান আফগানিস্তান দলের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে চাইবে পাকিস্তান।

অন্যদিকে নিজেদের টিকে থাকার ম্যাচে যেকোনো মূল্যেই জয় চাইবে আফগানিস্তান।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে পাকিস্তান জিতলেও, পরাজিত হয়েছে আফগানরা।

এর আগে এ দুই দল এই ফরম্যাটে দুবার মুখোমুখি হয়েছে, দুবারই জিতেছে পাকিস্তান।

বাংলাদেশ ও শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ পর্বের সেরা দল হয়েই সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হার মানে আফগানরা। ১৭৫ রান তুলেও ৪ উইকেটে ম্যাচ হারে আফগানিস্তান।

অন্য দিকে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর হংকংকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে ওঠে পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে আবারও ভারতকে সামনে পায় বাবর আজমের দল। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের ছুঁড়ে দেওয়া ১৮২ রানের টার্গেট ১ বল বাকি থাকতে স্পর্শ করে দুবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top