ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘মেসি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ ১২:২৪

মেজাজ হারিয়ে কাউকে ধমকাতে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। 

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গত শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচ শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারিয়ে কাউকে ধমকাতে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। 

খেলার ৮২ মিনিটে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। কিন্তু বদলি হিসেবে নেমে ৮৩ ও যোগ হওয়া সময়ে দুটি গোল করে দলকে সমতায় ফিরিয়ে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন ডাচ ফুটবলার ভাউট ভেঘোর্স্ট।

নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্তি সময়ে কোনো গোল হয়নি। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেন ডাচ ফরোয়ার্ড ভাউট ভেঘোর্স্ট। খেলা শেষে সংবাদকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় ভেঘোর্স্টের ওপর মেজাজ হারান লিওনেল মেসি। তখন মেসিকে বলতে শোনা যায়, ‘এদিকে তাকিয়ে আছো কেন, নির্বোধ। ওদিকে যাও।’ 

মেসির এমন মেজাজ হারানো দেখে অনেকের মধ্যেই প্রশ্ন জেগেছে হঠাৎ কেনো রেগে মেলেন আর্জেন্টাইন সুপারস্টার। 

পরে জানা যায়, মাঠে ডাচ ফুটবলার ভাউট ভেঘোর্স্ট নানাভাবে মেসিকে উত্ত্যক্ত করেছিলেন। তবে মেসির মতো ফুটবলার এমন আচরণ করবেন, তা অনেকেই আশা করেননি।

তবে ভাউট ভেঘোর্স্টের দাবি, ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম, কিন্তু মেসি ‍তাতে সাড়া দেয়নি। আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলেনি, বাজে ব্যবহার করেছে। আমি স্প্যানিশ খুব ভালো বুঝি না, কিন্তু খুব হতাশ হয়েছি। সত্যি খুবই হতাশ হয়েছি।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top