ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
প্রধান উপদেষ্টার প্রেসসচিবের সাথে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

অপতথ্য ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৫ ০৪:১৯

প্রধান উপদেষ্টার প্রেসসচিবের সাথে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান ভুল ও অপতথ্য ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৩৬ জুলাই বিপ্লবের পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা পালিয়ে গিয়ে বিপুল অর্থ ব্যয় করে দেশবিরোধী মিথ্যা প্রচারণা ও প্রপাগাণ্ডা চালাচ্ছে। ২৪ এর ছাত্র-গণ বিপ্লবের সমর্থক সকল সাংবাদিককে এর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত সাংবাদিকেরা সেদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফ্রান্সে জুলাই বিপ্লবের অংশীজন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

গত শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে উপরোক্ত কথা বলেন তিনি।

ফ্রান্সে জুলাই বিপ্লবের অংশীজন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইনের সঞ্চালনায় সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, , সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং বাংলাদশে প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।

 

 

ফ্রান্সে জুলাই বিপ্লবের অংশীজন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইনের সঞ্চালনায় সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top